সম্প্রতি অ্যাপেল ইনকর্পোরেশন আইফোন ৬ ও আইফোন ৬ প্লাস,ধারণা করা হয়েছে যে এই ফোন দুটোর ব্যাটারির সক্ষমতা প্রায় ২৫ ঘন্টা।
যাহোক আজ আপনাদের সাথে পরিচিত করে দিব কিছু ব্যতিক্রমী মোবাইল ক্যাসিং যা মোবাইলের সুরক্ষাকে নিয়ে যাবে এক ভিন্ন মাত্রায়।দেখতে পাবেন কিভাবে ক্যাসিং পানিরোধক ফোন পরিণত হবে,কিভাবে কেসিং আপনার ফোনে চার্জ করবে বা চার্জারের সাথে যুক্ত করে রাখবে,কিভাবে পাবেন একটা পরিপূর্ণ কিবোর্ড অথবা অতিরিক্ত মোবাইল স্ক্রীন সহ আরো অনেক কিছু।
Ztylus – Professional Lenses I-phone case:
Ztylus আপনাকে সুযোগ দিবে আইফোন দিয়ে সীমাহীন ফটোগ্রাফির ।এটাতে আপনি পাবেন Z-Prime lens, Revolver 4-in-1 lens, LED Ring Light, and GoMount Disc সহ নানা ধরনের সুবিধা।এটা পাবেন ভিন্ন ভিন্ন রঙে।
Mous Musicase – Easy Earphone Storage for I phone 6:
Mous Musicase ডিজাইন করেছে একটি ব্যতিক্রমী মোবাইল ক্যাসিং যা দিয়ে আপনি খুব সহজে আপনার হেডফোন বা ইয়ারফোন মোবাইলের সাথে সংরক্ষণ করতে পারেন।মোবাইলের সুরক্ষার জন্য এটাতে ব্যবহার করা হয়েছে উচ্চ গুণাগুণ সম্পন্ন উপকরণ।এটা পাবেন সাদো কালো এবং নীল ও গোলাপী রঙে।
R79X Antenna i phone 6 Case – Extend Antenna Coverage:
এটা আধুনিক প্রজন্মের অন্যন্য কেসিং যা ,আপনার ফোনের নেটওয়ার্ক কভারেজ কে করবে আরো শক্তিশালী।এটাতে পাবেন অন্যন্য স্লাইডার ডিজাইন কেসিং যা আপনার নেটওয়ার্ক কভারেজকে ত্বরান্বিত করে।
Excellent ProShotCase – Durable Waterproof Case for photographer or driver:
এটা ড্রাইভার বা ফটো প্রেমিদের জন্য অন্যন্য একটি মোবাইল কেসিং,যা পানিরোধক এবং শকপ্রুফ।এটা আপনি ৯০ ফুট পানির নিচে নিয়ে যেতে পারবেন এবং আপনার ডাইভিং গিয়ার সাথে সংযুক্ত করে ভয়ানক মূহর্তে ছবি তুলতে পারবেন।আদর্শ ছবি তোলার জন্য এটাতে আছে পরিবর্তনশীল দুটি লেন্স।২০১৬ সালের প্রথম দিকে এটি বাজারে আসার কথা।
I phone PWR Case – Detachable Battery & Wall Charger:
এটা দিয়ে আপনি আইফোন চার্জ দিতে পারবেন তারবিহীন ভাবে।এই কেসিং থাকে বিল্ট ইন অপসারণযোগ্য ব্যাটারি প্যাক এবং ওয়াল চার্জার। এলইডি ইনডিকেটর সহ ব্যাটারি প্যাকটি এত ছোট যে আপনার পকেটে রাখতে পারবেন।এটা ৪ টা কম্বো কালারে পাওয়া যায়।
Anti-Gravity Case – Easy Grip Case for i phone :
এটা একটি এন্টি গ্র্যাভেটি মোবাইল কেসিং,যা আপনাকে ভূপ্রষ্ঠের যে কোন স্থানে মোবাইল হাতে দরে রাখতে সাহায্য করবে।আর এটার হালকা,শক্ত বডি আপনার দুর্ঘটনাজনিত বা অন্যান্য কারণে মোবাইলের সুরক্ষা দিবে।
Sunny Case – Solar Charger Case for I phone:
এখন আপনার আইফোনে চার্জ নিয়ে বিপাকে পড়তে হবে না,লাগবে না চার্জার,ব্যাটারি প্যাক বা অন্য কিছু।এখন শুধু কানেক্টেড থাকুন সূর্যের আলোর শক্তিতে।আপনাকে এই সুযোগটি দিচ্ছে সোলার কেসিংটি।
Peri Duo – Speaker / Battery pack case for I phone 6:
এটি একটি অন্যন্য অসাধরণ মোবাইল কেসিং যা আপনাকে একসাথে গান শুনাবে আবার ব্যাটারি চার্জ করে দিবে।ওয়াইফাই বা ব্লুটুথ এর মাধ্যমে এটা গান প্লে করবে এবং এটার ব্যাটারি ক্ষমতা ৩০০০ এমএইচ।
Keyboard Buddy – Qwerty Keyboard Case:
আপনি যাতে দ্রুততার সাথে ম্যাসেজ আদান প্রদান করতে পারেন এই কেসিংটি দিবে আপনাকে কিবোর্ড সুবিধা।
Capture Kit – Rough Terrain Tripod for I phone:
ফটোগ্রাফারদের জন্য উপযুক্ত এই ক্যাসিংটাতে পাবেন মনের মত করে ছবি তোলার সুযোগ।ছবি দেখেই বুঝতে পারবেন এটাতে কি কি সুবিধা অপেক্ষা করতেছে আপনার জন্য।